জকোভিচের উইম্বলডন জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২১, ০৫:২৯ এএম

জকোভিচের উইম্বলডন জয়

রজার ফেদেরার ও রাফায়াল নাদালের কাতারে চলে এলেন দ্য জোকার। দুই কিংবদন্তিদের সারিতে সর্বোচ্চ ২০ বার গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসালেন নোভাক জকোভিচ। ২০১৮ সাল থেকে সর্বমোট ১৪ টি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে ৮টিতেই শিরোপা!! গতকাল জিতলেন উইম্বলডনের ৬ষ্ঠ শিরোপা। ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৩৪ বছর বয়সী জকোভিচ হারান ৬-৭ (৪-৭), ৬-৪,৬-৪,৬-৩ গেমে।

এদিন স্টেডিয়ামে ১৫ হাজার সমর্থক উপস্থিত ছিলেন। তারা জকোভিচের অর্জন দেখলেন। সপ্তম বাছাই বেরেত্তিনির বয়স কেবল ২৫। আর এটাই তার গ্র্যান্ড স্লামের প্রথম ফাইনাল ছিল।

জকোভিচ জয়ের পর বলেছেন,‘ উইম্বলডন জয় করা সব সময় স্বপ্নের মত। আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম এটার। সার্বিয়াতে একজন শিশু (নিজে) নানা কিছু দিয়ে খেলনা উইম্বলডনের ট্রফি তৈরী করতো। আর আজ আমি ৬টি শিরোপা জিতে গেলাম।

Link copied!