জমকালো আয়োজনে চীনে আজ পর্দা উঠছে শীতকালীন অলিম্পিকের

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৭:১৪ পিএম

জমকালো আয়োজনে চীনে আজ পর্দা উঠছে শীতকালীন অলিম্পিকের

জমকালো আয়োজনে চীনের বেইজিং-এ আজ পর্দা উঠছে ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসের। মূলপর্ব শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৪-২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলা এবারের এ শীতকালীন অলিম্পিকে বিশ্বের মোট ৯১টি দেশ অংশ নিচ্ছে।

বেশিরভাগ খেলা রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত হবে। এছাড়া ইয়াংকিং ও চংলি শহরেও কিছু খেলা হবে। খেলায় ২ হাজার ৮শ ৭১ জন খেলোয়াড় অংশ নেবেন। যার মধ্যে ১ হাজার ৫শ ৮১ জন পুরুষ এবং ১ হাজার ২শ ৯০ জন নারী খেলোয়াড়।শীতকালীন এ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে পৌছেন রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাদিমির পুতিন।

২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক এ শহরেই অনুষ্ঠিত হয়। এবারের এ অলিম্পিক গেমসের বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। নির্ধারিত ১৫ টি ক্রীড়ার মধ্যে রয়েছে আলপাইন স্কিং, বায়াথলন,ববস্লেই,ক্রস-কান্ট্রি স্কিং, কালিং,ফিগার স্কেটিং, ফ্রি স্টাইল স্কিং, আইস হকি,লুজ,নরডিক কমবাইন্ড,শর্ট ট্রাক স্পীড স্কেটিং, স্কেলিটন, স্কী জাম্পিং, স্নোবোডিং এবং স্পীড স্কেটিং।  

Link copied!