আইপিএল

জাদেজার ঝড়ে চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক

মে ৩০, ২০২৩, ০৮:০৭ এএম

জাদেজার ঝড়ে চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস

শেষ দুই বলে একটি ছয় ও চার মেরে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিলেন রবিন্দ্র জাদেজা। গুজরাটকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই। ৫ উইকেটে আইপিএলের ফাইনালে তারা জিতল (ডিএলএস)। ১৭১ রান টার্গেট ছিল। শেষ বলে চার মেরে জয় আসে।

চেন্নাই পঞ্চমবারের মত আইপিএল শিরোপা জিতল।  শেষ ২ বলে জিততে দরকার ছিল ১০ রান। মোহিত শর্মা তার আগের চারটি বলে মাত্র ৩ রান দিয়েছিলেন। দেখে মনে হচ্ছিল চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা গুজরাট টাইটান্সের। মাঠে দাঁড়িয়ে হেসে ফেলেন হার্দিক । কিন্তু শেষ ২ বলে বদলে গেল খেলার ছবি। পঞ্চম বলে ছক্কা মারলেন রবিন্দ্র জাদেজা। শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে দিলেন সেই তিনি। 

ধোনি আজ রান পাননি। তবে জাদেজা ৬ বলে ১৫ রান করে দলকে জেতান। আর কনওয়ে ৪৭, ডুবে ৩২ ও রাহানে ২৭ রান করেন। গুজরাটের সর্বোচ্চ ৯৬ রান সাই সুদর্শনের।

বৃষ্টি আবার বাগড়া দিল। টানা দুইদিন ঝামেলা করে চলেছে মেঘ। কোনভাবে চ্যাম্পিয়নের নাম জানাতে চাইছে না যেন প্রকৃতি। মহেন্দ্র সিং ধোনি কি আর আইপিএল খেলবেন? আর কি খেলোয়াড় হয়ে আসবেন? না অন্য পরিচয়ে। চেন্নাই সুপার কিংসের সফল এ ক্রিকেটারকে সম্মান জানাতে আহমেদাবাদে প্রচুর সমর্থক উপস্থিত হন হলুদ জার্সি চাপিয়ে। দেশসেরা ক্রিকেটারের বিদায়ক্ষণে তারা থাকতে চায়। 

গুজরাট আগে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে। চেন্নাই ব্যাট করতে নেমেছিল। তখন আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলে ১৫ ওভারে ১৭১ রানের টার্গেট হয় চেন্নাইয়ের। 

 

Link copied!