জামালদের অনুশীলন শুরু

ক্রীড়া ডেস্ক

মে ১৮, ২০২২, ০৬:৪০ এএম

জামালদের অনুশীলন শুরু

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়ার ম্যাচ ও এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে। জামালরা আজ বসুন্ধরা কিংসের মাঠে অনুশীলন করে। 

জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার শৃংখলার প্রতি জিরো টলারেন্স নীতিই অবলম্বন করেন। যার প্রেক্ষিতে সময়মতো ক্যাম্পে রিপোর্ট না করায় বিদায় করে দিয়েছেন আবাহনীর স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে। জানা গেছে, অসুস্থ গোলকিপার শহিদুল আলম সোহেল বাদে সবাইকে সোমবার রিপোর্ট করার কথা বলেছিলেন কাবরেরা।

কিন্তু মঙ্গলবার গাজীপুরের সারা রিসোর্টে ক্যাম্পে আসেন জীবন। কিন্তু কোচ হাভিয়ে ‘না’ করে দিয়েছেন জীবনকে।  ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ও মালয়েশিয়ায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে জাতীয় দল। জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ক্যাবরেরার এটি দ্বিতীয় এসাইনমেন্ট। এর আগে তার অধীনে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ।

তলপেটের ব্যথায় তিন সপ্তাহের বিশ্রামে যেতে হল জাতীয় দলের গোলকিপার শহিদুল আলম সোহেলকে। তাই সোমবার জাতীয় দলের আবাসিক ক্যাম্পে রিপোর্ট করতে পারেননি তিনি। ফলে জুনে অনুষ্ঠেয় এশিয়া কাপ বাছাই থেকে ছিটকে গেলেন সোহেল। দলের ম্যানেজার ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন বলেন, ‘সোহেল চোটের কারণে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবে। যে কারণে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে পারছে না।’ আগামী ৮ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। এর আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সে লক্ষ্যে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শিষ্যদের নিয়ে মাঠের প্রস্তুতি শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

Link copied!