জিমনেশিয়ামে সময় কাটালেন টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২১, ০৯:৪২ পিএম

জিমনেশিয়ামে সময় কাটালেন টাইগাররা

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর টানা ৭ দিন কোয়ারিনটিন শেষে এই প্রথম জিমনেশিয়ামে যাওয়ার অনুমতি পেল ক্রিকেটাররা (অষ্টম দিনে)। তার আগে তৃতীয় দফায় করোনা পরীক্ষাও দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বাংলাদেশ ক্রিকেট খোলা আকাশের নিচে অনুশীলন করার অনুমতি পাবে। অবশ্য ৭ জনের দলে ভাগ হয়ে আলাদা আলাদা প্রাকটিস করতে হবে। 

বাংলাদেশের ক্রিকেটাররা পরপর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন। এবারো সেটা হলে অনুশীলনে আর তেমন সমস্যা হবে না। আগামী ১০ মার্চ বাংলাদেশ দল কুইন্সটাউনে যাবে। সেখানে কিছুদিন অনুশীলন করবে তারা। ২০ মার্চ ডুনেডিনে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচটি রয়েছে। 

করোনা মহামারীর জন্য প্রতিটি সফরকারী দলকেই নিউজিল্যান্ডের নিয়ম অনুযায়ী ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারিনটিনে থাকতে হয়। বাংলাদেশের সবাই করোনা নেগেটিভ ও এ কয়দিন সুশৃঙ্খল ছিল। ফলে তারা ধীরে ধীরে এই সময়ের মধ্যেই অনুশীলনে ফেরার সুযোগ পাচ্ছে।  

Link copied!