বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে সিরিজ কঠিন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (১ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় ২০ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে। সেই দল নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে সফররত রাজ্জাক এমন মন্তব্য করেন।
সাবেক এই কিংবদন্তী স্পিনার ও বর্তমান নির্বাচক রাজ্জাক বলেন, 'আমার মনে হয় আমাদের জন্য বেশ কঠিন। বিশেষত কন্ডিশনের জন্য। কারণ এই কন্ডিশনটা আমাদের জন্য একেবারেই নতুন। আবার তারা এটাতে অভ্যস্ত। তো ওরা আমাদের দেশে যখন ট্যুর করে তখন ওদের যে টাইপের দল হিসেবে ট্রিট করি। আমি একশ ভাগ নিশ্চিত এখানে এসে ওভাবে ট্রিট করলে আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে সিরিজটা।'
তিনি আরও বলেন, 'এই কন্ডিশনে ওরা কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো করবে। ওরা কামব্যাক করে খুব কুইকলি। আগে যেমন (তাদের) টিমের অবস্থা ছিল, যদি কম্পেয়ার করা হয় দেখা যায় এখনকার টিম আরও ভালো।'
প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়েছে বাংলাদেশ। এতে ১টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে-টিটোয়েন্টি খেলবে লাল সবুজের ক্রিকেটাররা। সফর শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। শেষ হবে টি-টোয়েন্টি দিয়ে।