জিম্বাবুয়েকে উড়িয়ে সাদাপোশাকে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।
এর আগে দেশটির বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জিতেনি লাল সবুজের প্রতিনিধিরা। এবার সেই আক্ষেপই পূরণ করলো মুমিনুল হকের দল।
দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ২৫৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ নে ৪টি করে উইকেট।
প্রথম ইনিংসে বাংলাদেশ মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ভর করে ৪৬৮ রান করে। জবাবে জিম্বাবুয়ে মাত্র ২৫৬ রানে অলআউট হয়। এগিয়ে থেকে খেলতে নেমে সাদামান-শান্তর সেঞ্চুরিতে আরও ২৮৪ রান যোগ করে সফরকারীরা। জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় ৪৭৭ রান।