জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগে , জয়ে শেষ ইন্টারের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২১, ০৩:২০ এএম

জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগে , জয়ে শেষ ইন্টারের

মৌসুমের শেষটা চ্যাম্পিয়নের মত করলো ইন্টারমিলান। ইতালির লিগ সিরিএ তে ২০২০-২১ মৌসুমের শেষ ম্যাচে তারা উদিনেসকে ৫-১ গোলে দিয়েছে। আর এমন জয়ের পর লিগ শিরোপা নিয়ে উৎসব করেছে তারা। এদিকে নাপোলি ও হেল্লাস ভেরনা ১-১ গোলে ড্র করলে জুভেন্টাস চতুর্থস্থানে উঠে আসে পয়েন্ট টেবিলের। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের। তবে মৌসুমের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। 

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলবে ইন্টারমিলান, এসি মিলান, জুভেন্টাস ও আটালান্ট। নাপোলি পঞ্চম হয়ে ইউরোপা লিগে চলে গেছে। ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট ইন্টারের। এরপর দ্বিতীয় এসি মিলান ৭৯, তৃতীয় আটালান্টা ৭৮ ও জুভেন্টাস সমান ৭৮ পয়েন্ট পেয়েছে। নাপোলি যদি এই রাতে জিতে যেতো তাহলে জুভেন্টাসকে ইউরোপা লিগে যেতে হতো। 

মৌসুমের শেষ ম্যাচে রোনালদোকে ছাড়া জুভেন্টাস ৪-১ গোলে ব্লোগনাকে হারিয়েছে। তবে রোনালদোর বিশ্রামে গুঞ্জন উঠেছে। জুভেন্টাসে থাকছেন তো তিনি? 

Link copied!