জোহানেসবার্গেও আত্মবিশ্বাসী ভারত

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ১২:৩৯ পিএম

জোহানেসবার্গেও আত্মবিশ্বাসী ভারত

জোহানেসবার্গে পা রেখেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে বড় ব্যবধানে জেতার পর ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিরাট কোহলির দল। সোমবার শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এই টেস্ট জিতলেই এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ দখলের নজির গড়বে ভারত। সুযোগটা কাজে লাগাতে বদ্ধপরিকর রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

বিসিসিআইয়ের টুইটারে এদিন একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যর্থ চেতেশ্বর পূজারাকে বোঝাচ্ছেন কোচ দ্রাবিড়। যা আভাস, তাতে বাইশ গজে ঘাস থাকবে। সবুজ পিচে ব্যাটসম্যানদের আবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। তাই অফ-ফর্মে থাকা পূজারা, কোহলিদের পিছনে দ্রাবিড় যে বাড়তি সময় ব্যয় করবেন, সেটাই স্বাভাবিক।পয়া জোহানেসবার্গে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলার সম্ভাবনা সম্পর্কেও চলছে চর্চা। সেক্ষেত্রে ইশান্ত শর্মা, উমেশ যাদব দলে ফিরতে পারেন। বাদ পড়তে পারেন প্রথম টেস্টে দাগ কাটতে ব্যর্থ শার্দূল ঠাকুর।

আবার রবিচন্দ্রন অশ্বিনের জায়গা নিয়েও চলছে আলোচনা। বলা হচ্ছে, জোহানেসবার্গের পিচে স্পিনারের জন্য কার্যত কোনও সাহায্যই মজুত নেই। তাছাড়া সেঞ্চুরিয়নে প্রতিপক্ষের শেষ দু’টি উইকেট ছাড়া আর কোনও সাফল্য পাননি তারকা অফস্পিনারটি। তাই অশ্বিনের জায়গায় বাড়তি ব্যাটসম্যান খেলিয়ে ব্যাটিং গভীরতা বাড়ানো যেতেই পারে। আর হনুমা বিহারিকে খেলালে তিনি আট-দশ ওভার স্পিন বোলিংও করে দেবেন। যদিও ভারত উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। টিম ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছে, তারা অভিজ্ঞতাকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই কারণেই প্রথম টেস্টে পূজারা ও অজিঙ্কা রাহানেকে খেলানো হয়েছিল। রাহানে বড় ইনিংস না খেললেও রান পেয়েছেন। পূজারা ব্যর্থ। তবে এই ম্যাচেও তাঁর ঘাড়ে কোপ পড়বে বলে মনে হচ্ছে না।

Link copied!