জয় দিয়ে প্রস্তুতি সারল টাইগাররা

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ৯, ২০২১, ০৬:০৯ এএম

জয় দিয়ে প্রস্তুতি সারল টাইগাররা

মাসকটে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেটে ১৪৭ রানে থেমেছে ওমান ‘এ’। বাংলাদেশের প্রস্তুতিটা ভালই হয়েছে বলতে হবে। 

মাসকটে গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমান ‘এ’ দলের বিপক্ষে ছিল খেলা। গা গরমের ম্যাচ ছিল তাই সবাই বেশ হালকা মেজাজে খেলেছে। ওমান ‘এ’ দলকে বাংলাদেশ একাদশ হারিয়েছে ৬০ রানে। জয়ে শুরু হলো বাংলাদেশের প্রস্তুতি।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৭ রান তোলে। জবাবে ওমান ‘এ’ দল ৯ উইকেটে ১৪৭ রানে থেমে যায়। আরো আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩টি বাছাই ম্যাচ। আর প্রথমটি স্কটল্যান্ডের সঙ্গে ১৭ অক্টোবর। এরপর ওমান ও পাপুয়া নিউগিনির সাথে ম্যাচ। 

ওমান ‘এ’ দলের অধিনায়ক আমির কলিম টস জিতে ফিল্ডিং নেন। বাংলাদেশের অধিনায়ক ছিলেন লিটন দাস। বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে। 

নাইম ও লিটন ওপেনিংয়ে নামেন। ১০২ রানের জুটি ছিল। নাইম ৬৩ ও লিটন ৫৩ রানে আউট হয়েছেন। ঝড় তুলেছেন নুরুল হাসান সোহান। ১৫ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া সৌম্য ৮, মুশফিক ০, আফিফ ৬ ও শামীম পাটোয়ারি হার না মানা ১৯ রান করেন। 

বোলিংয়েও ভাল করেছে নাসুম, মাহেদী, শরিফুল ও সাইফউদ্দিনরা। শরিফুল ৩০ রানে ৩টি ও সাইফউদ্দিন ১৭ রান দিয়ে ২ উইকেট পান। ১টি করে উইকেট নাসুম, মাহেদী ও আফিফের। 

 

Link copied!