জয় দিয়ে মেসি পরবর্তী যুগের সূচনা করল বার্সেলোনা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২১, ০১:৪৮ এএম

জয় দিয়ে মেসি পরবর্তী যুগের সূচনা করল বার্সেলোনা

মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোলে লা লিগায় বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে শুভ সূচনা হয়েছে। ১৮ বছরের মধ্যে এই প্রথম ক্লাবটি লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমেছে। তবে মেসি বিহীন বার্সেলোনা খারাপ খেলেনি। যদিও রক্ষণভাগের কঙ্কাল আবারো দেখা গেছে। 

১৯ মিনিটেই গোল করেন জেরার্ড পিকে। এরপর ব্রাথওয়েট ৪৫ (+২) ও ৫৯ মিনিটে গোল করলে স্কোর ৩-০ হয়ে যায়। মনে হচ্ছিল বার্সেলোনা সহজে জয় পেতে যাচ্ছে। আসলে সেটা হয়নি। সোসিয়েদাদের জুলেন ৮২ ও মাইকেল ওইয়াজাবাল ৮৫ মিনিটে গোল করেন। ৩-২ হওয়ার পর বার্সেলোনা শঙ্কায় ছিল। অবশ্য ৯০ মিনিটে সার্জি রবার্তো আবার গোল করলে ৪-২ করে ফেলে বার্সেলোনা। 

রিয়াল সোসিয়েদাদ আর সুবিধা করতে পারেনি। বার্সেলোনা জয় নিয়ে মাঠ ছেড়েছে।  

Link copied!