বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের লড়াই শুরু হয়েছে। আর প্রথম রাউন্ডে সরাসরি সেটে দিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাওমি ওসাকা। কিন্তু জেতার পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। আর কথাও বলতে রাজি নন। ফলে ফরাসি ওপেনের আয়োজকরা তাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে। আর সতর্ক করে দিয়েছে। ভবিষ্যতে এমন কিছু হলে টুর্নামেন্ট থেকে তাকে বহিস্কার করা হবে।
ওসাকা প্রথম রাউন্ডে প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৪,৭-৬ (৪) গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ২৩ বছর বয়সী এই ৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সংবাদ মাধ্যমে আসতে চান না কারণ তিনি মনে করেন, এটা তাকে মানসিকভাবে প্রভাবিত করে।
ওসাকা এখনো এই ব্যাপারে কিছু জানাননি। তবে দ্রুতই তাকে জবাবদিহি করতে হবে।