মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ঝকঝকে আকাশ। চমৎকার আবহাওয়ায় আগে ফিল্ডিং নেওয়ায় অবাক হওয়ার মত ব্যাপার। মুমিনুল হক কন্ডিশনের কথা ভেবেই এমনটা করেছেন।
২ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হলো আজ। পিচে যথেষ্ট ঘাস রয়েছে। বাংলাদেশের বোলাররা কি করেন সেটাই দেখার বিষয় এখন।
বাংলাদেশের বোলাররা শুরুটা ভাল করেছিল। অধিনায়ক টম লাথাম ১ রানে করে কট বিহাইন্ড হন শরিফুল ইসলামের বলে। এরপর নিউজিল্যান্ড নিজেদের সামলে নিয়েছে। লাঞ্চে নিউজিল্যান্ড ১ উইকেটে ৬৬ রান তোলে। উইকেটে সেসময় অপরাজিত ছিলেন ইয়ং ২৭ ও কনওয়ে ৩৬ রানে।
লাঞ্চের পর রাজত্ব করতে থাকে এ দুজন। কনওয়ে ও ইয়ং ১৩৮ রানের জুটি উপহার দেন দ্বিতীয় উইকেটে। ইয়ং ৫২ রানে রান আউট হন। রস টেলর নামেন ব্যাটিংয়ে। ২ টেস্টের সিরিজটি তার লাল বলে শেষ। টেস্ট আর খেলবেন না। চা বিরতিতে নিউজিল্যান্ড গেল ২ উইকেটে ১৪৭ রানে। কনওয়ে ৮৮ ও টেলর ৪ রানে অপরাজিত ছিলেন।
নিউজিল্যান্ড একাদশ : টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লানডেল (উইকেটরক্ষক), রাচিন রবিন্দ্র, কাইল জেমিসন, টিস সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।