পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচে টস হেরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
ফাইনালের ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচের জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সিরিজে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এখন কার্যত সমান অবস্থানেই আছে। দুই দলই হেরেছে পাকিস্তানের কাছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সবসময় খুব শক্তিশালী দল। ব্ল্যাক ক্যাপসদের গর্ব গতকাল কিছুটা হলেও খর্ব করে দিয়েছে পাকিস্তান। বাবর আজমের দল ৬ উইকেটে হারিয়ে দিয়েছে স্বাগতিকদের।
গেল ম্যাচে ভ্রমণ ক্লান্তির কারণে একাদশে ছিলেন না সাকিব। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পরদিনই হ্যাগলি ওভালের নেটে অনুশীলনে দেখা যায় সাকিবকে, করেছেন ব্যাটিং অনুশীলন। টাইগারদের ব্যাটিং কনসালট্যান্ট জেমি সিডন্সের তত্বাবধায়নে এদিন দীর্ঘ সময় ব্যাট হাতে অনুশীলন চালান বাংলাদেশ অধিনায়ক। আজকের ম্যাচেও দলে আছেন তিনি। তার বদলে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসইন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনপ, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইস সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।