সেন্ট লুসিয়ায় পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজের আজ দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আবার টসে জিতে ফিল্ডিং নিয়েছে। অ্যান্টিগাতেও টসে জিতেছিল ক্যারিবীয়রা।
বাজে ফর্মের জন্য ছিটকে গেলেন মুমিনুল হক। মোস্তাফিজুর রহমানের বদলে একাদশে জায়গা পেলেন শরিফুল ইসলাম।
প্রথম টেস্ট ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জিতে ২ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে।
বাংলাদেশ একাদশ : তামিম, জয়, বিজয়, শান্ত, সাকিব (অধিনায়ক), সোহান (কিপার), লিটন, মিরাজ, শরিফুল, এবাদত, খালেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রাথওয়েট (অধিনায়ক), ক্যাম্ববেল, রেইফার, বোনার, ব্ল্যাকউড, মায়ার্স, সিলভা (কিপার), জোসেফ, রোচ, সিলেস, ফিলিপ।