টসে জিতে ব্যাট নিয়েছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০৫:২৬ পিএম

টসে জিতে ব্যাট নিয়েছে বাংলাদেশ

মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। টানা ৩ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন আরো এগিয়ে যাওয়ার পালা। বাংলাদেশ দলে আজ কোনো পরিবর্তন নেই। একই একাদশ মাঠে নামছে। 

এই প্রথম সিরিজ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সাথে যেকোনো ফরম্যাটে সেটা প্রথম। এবার তারা হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে খেলতে নামবে। আগের একাদশ নিয়েই ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই পরিবর্তন অস্ট্রেলিয়ার 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক দল। অজিদের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয়ের পর এবার লক্ষ্য ধবলধোলাই। 

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন ঘটেনি। আগের ম্যাচের একাদশেই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।  পরিবর্তন সফরকারী দলে। একাদশে ফিরেছেন অ্যান্ড্রু টাই ও মিচেল সুয়েভসন। বাদ পড়েছেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিসশনিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

অস্ট্রেলিয়ার একাদশ :

অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডেরমট, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সুয়েভসন, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাই।

 

Link copied!