বুধবার মিরপুরে শুরু আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট

টাইগারদের নিয়ে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

জুন ১৪, ২০২৩, ০৪:২৬ এএম

টাইগারদের নিয়ে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে

আফগানিস্তান দলকে নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের শক্তির উপর মনোযোগী হবার উপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশ^ ক্রিকেটে বেশিরভাগ অপরিচিত খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে আফগানরা। 
যেহেতু আফগানিস্তানের বেশিরভাগ খেলোয়াড়ের ভিডিও ফুটেজ পাওয়া যায়নি তাই আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া একমাত্র টেস্টের আগে প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা সাজানোর বিষয়ে আসলেই কিছু করার ছিল না বাংলাদেশের। 
আজ হাথুরুসিংহে বলেন, ‘অনেক ক্রিকেটার সম্পর্কে আমরা খুব বেশি জানি না। যাইহোক, আমরা প্রতিপক্ষ দলের শক্তি-সীমাবদ্ধতার দিকে নজর রাখছি। আমরা তাদের ২৫ শতাংশ ফোকাস করবো। আর বাকি ৭৫ শতাংশ আমরা নিজেরা কি করবো সেটাতে ফোকাস রাখবো। তাদের সম্পর্কে আমরা জানি না বলেই সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না।’
যদিও দলে নেই রশিদ খান, তাকে বিশ্রাম দেয়া হয়েছে। প্রতিভাবান স্পিনারদের নিয়েই দল ভালো করবে বলে বিশ^াস আফগানিস্তানের। আফগান স্পিনারদের সুবিধা থেকে বঞ্চিত করতে বাংলাদেশ ঘাসযুক্ত উইকেট প্রস্তুত করেছে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। কিন্তু উইকেটটি স্পোর্টিং বলে মনে করছেন হাথুরুসিংহে। তিনি জানান, অতিরিক্ত গরমের কারনে টেস্টের পরবর্তী সময়ে উইকেট ভেঙে যেতে পারে এবং সেটি স্পিনারদের কাজে লাগবে। 
হাথুরুসিংহে বলেন, ‘রশিদ একজন কোয়ালিটি বোলার। শেষবার সে যখন এখানে খেলেছে ভালো করেছে। একই সময়ে আমাদের একজন সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও খেলতে পারছে না। তাই আমাদের যা আছে, তাতে আস্থা আছে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েকদিনের বৃষ্টির কারণে ঘাস সবুজ। আগেও এখানে সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে খেলেছি। আমাদের পেস বোলারদের এমন একটি কন্ডিশন দিতে হবে যা তাদের সামর্থ্যের মধ্যে থাকে।’

Link copied!