টানা দুই জয়ে সিরিজ ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০৫:৫৬ এএম

টানা দুই জয়ে সিরিজ ভারতের

জয়পুরের রিপ্লে দেখা গেল রাঁচিতে। প্রথমে বল করে দেড়শো রানের কাছাকাছি নিউজিল্যান্ডকে আটকে তার পর ব্যাট হাতে দাপট দেখালেন রোহিত শর্মা, লোকেশ রাহুলরা।

মাঠে শিশির পড়ায় কাজটা আরও সহজ হয়ে গেল ব্যাটারদের জন্য। প্রথম দু’ম্যাচ জিতে টি২০ সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত। টি২০ দলের অধিনায়কত্ব পাওয়ার পরে প্রথম সিরিজেই জয় পেলেন রোহিত। অন্য দিকে কোচ হওয়ার পরে প্রথম সিরিজে সফল রাহুল দ্রাবিড়ও।

রবিবার ইডেনে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ৩-০ করার লক্ষ্যে নামবেন রোহিতরা।dy। প্রথমে বল করে দেড়শো রানের কাছাকাছি নিউজিল্যান্ডকে আটকে তার পর ব্যাট হাতে দাপট দেখালেন রোহিত শর্মা, লোকেশ রাহুলরা। মাঠে শিশির পড়ায় কাজটা আরও সহজ হয়ে গেল ব্যাটারদের জন্য। প্রথম দু’ম্যাচ জিতে টি২০ সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত। টি২০ দলের অধিনায়কত্ব পাওয়ার পরে প্রথম সিরিজেই জয় পেলেন রোহিত। অন্য দিকে কোচ হওয়ার পরে প্রথম সিরিজে সফল রাহুল দ্রাবিড়ও। রবিবার ইডেনে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ৩-০ করার লক্ষ্যে নামবেন রোহিতরা।

নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করেছিল। জবাবে ভারত ১৭.২ ওভারে ৩ উইকেটে ম্যাচ জয় ও সিরিজ নিশ্চিত করে (১৫৫/৩)। ২১ নভেম্বর ইডেনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি রয়েছে। 

কুয়াশা ছিল সারাদিনই। রাতেও সেটার প্রভাব দেখা যায়। ভারত টসে জিতে ফিল্ডিং নেয়। গাপটিল (৩১), ড্যারল মিচেল (৩১) ও গ্লেন ফিলিপসে (৩৪) বড় স্কোর গড়ে তোলে নিউজিল্যান্ড। কিন্তু পিচ পুরো ব্যাটিংবান্ধব ছিল। ফলে ভারতের এই রান তাড়া করতে কোনো বেগ পেতে হয়নি। ভারতের হারশাল প্যাটেল ২৫ রানে ২টি উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে ভারত বেশ আগ্রাসী ছিল। লোকেশ রাহুল ও রোহিত শর্মার ওপেনিং জুটি ভাঙে ১১৭ রানে। পরে রাহুল ৬৫ ও রোহিত ৫৫ রানে আউট হন। নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেটই পেয়েছেন সাউদি। 

 

Link copied!