ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের স্পিনার হিসেবেই পরিচিত রাকিম কর্নওয়াল। কিন্তু ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটারের এক টি-টুয়েন্টি ম্যাচে করা ২২ ছক্কায় ডাবল সেঞ্চুরির ইনিংস দেখে কে বলবে ব্যাটিংয়ের সুযোগ তার কদাচিৎ আসে! অবশ্য উইন্ডিজ ক্রিকেটার কর্নওয়াল একবার নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও দাবি করেছিলেন। তার সেই কথার প্রমাণ দিলেন এমন তাণ্ডব দেখিয়ে।
যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কর্নওয়াল।
গত বুধবার (৫ অক্টোবর) নিজের দল আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। এ দিন কর্নওয়াল ছক্কা হাঁকিয়েছেন ২২টি, চার মেরেছেন ১৭টি। বড় দেহের এই ব্যাটার ব্যাট করেছেন ২৬৬ স্ট্রাইক রেটে। আটালান্টা ফায়ার তার ব্যাটে ভর করে ১ উইকেটে তোলে ৩২৬ রান।
তার ওই ব্যাটিং তাণ্ডবের দিনে প্রতিপক্ষ স্কোয়ার ড্রাইভ পাত্তা পায়নি। দলটি ৮ উইকেটে ১৫৪ রান আটকে যায়। আটালান্টা ওপেন যুক্তরাষ্ট্রের ১৬ দল নিয়ে ৪ গ্রুপে ভাগ করে আয়োজিত টি-২০ টুর্নামেন্ট। লিগের চ্যাম্পিয়ন দল ৭৫ হাজার ডলার বা প্রায় ৭৭ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয়টি টেস্ট খেলেছেন রাকিম কর্নওয়াল। বেশ কিছু লিস্ট ‘এ’এবং টি-২০ লিগ ম্যাচ খেললেও জাতীয় দলে সাদা বলে অভিষেক হয়নি ২৯ বছর বয়সী দীর্ঘদেহী ও স্থুল এই অলরাউন্ডারের। এবার বোধ হয় ক্যারিবীয় বোর্ড তাকে নিয়ে ভাবতে বসবে।
কেননা এর আগে ক্যারিবিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএল ফাইনালে বারবাডোজ রয়্যালসের হয়ে সিপিএল ফাইনালে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তারপর এই ডাবল সেঞ্চুরির ঝড়!
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের সুবোধ ভাটি। চলতি বছরে দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেন অপরাজিত ২০৫ রান। ১৭টি ছক্কার পাশাপাশি ১৭ টি চার মারেন সুবোধ। সুবোধের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।