টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান ক্রিস গেইল

ক্রীড়া ডেস্ক

মার্চ ৩, ২০২১, ০৮:৪১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান ক্রিস গেইল

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলের কাছে বয়স শুধুই সংখ্যা মাত্র। ৪১ বছর বয়সী এই বাঁ-হাতি ওপেনার জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে রয়েছে আসর।  সেপ্টেম্বরে গেইলের জন্মদিন রয়েছে। সেক্ষেত্রে যখন বিশ্বকাপ খেলতে যাবেন তখন তার বয়স হবে ৪২!  ইউনিভার্স বস খ্যাত গেইল টি-টোয়েন্টি ক্রিকেটের জাদুকর। দুনিয়ার সব লিগেই খেলেছেন। ২০১৬ সালে সর্বশেষ ভারতের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। গেইল ২০১২ বিশ্বকাপে ক্যারিবীয়দের শিরোপা জেতায় সহযোগিতা করেছেন। 

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকার মোকাবিলা করবে। ক্রিস গেইলের খেলার কথা রয়েছে। তিনি জাতীয় দলে খেলে নিজেকে তৈরি করবেন। আর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন আশা করছেন।

গেইল চান এ শিরোপা ওয়েস্ট ইন্ডিজ ধরে রাখবে। ৪১ বছর বয়সী ভয়ঙ্কর এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমি বয়স নিয়ে ভাবছি না। আমি দলের কথা ভাবছি। বিশ্বকাপের আগে সিরিজগুলো খেলতে চাই। ব্যাটিংয়ে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত আছি। তবে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ নামের পাশে দেখতে চাই।’

Link copied!