টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গিয়ে নামিবিয়ার ইতিহাস

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২৩, ২০২১, ০৩:০৯ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গিয়ে নামিবিয়ার ইতিহাস

আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভে উঠলো নামিবিয়া। এই গ্রুপ থেকে নামিবিয়ার সাথে  আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলংকা।

আজ বাছাই পর্বে গ্রুপ-এ’তে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়া ৮ উইকেটে হারিয়েছে আইরিশদের। এই হারে বাছাই পর্ব থেকে এবারের বিশ্বকাপ মিশন শেষ করলো আয়ারল্যান্ড। 

শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। বড় স্কোর করতে পারেনি তারা। ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করে আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার পল স্ট্রার্লিং।   

জবাবে ৯ বল বাকী রেখে জয়ের স্বাদ নেয় নামিবিয়া। অধিনায়ক জেরার্ড ইরাসমাস অপরাজিত ৫৩ রান করে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন। 

এই গ্রুপে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে শ্রীলংকা। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নামিবিয়া। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে বিদায় নিলো আয়ারল্যান্ড। আর ২ খেলায় কোন জয় না পাওয়ায় আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে নেদারল্যান্ডস।

Link copied!