টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে সাকিব

ক্রীড়া ডেস্ক

জুন ২৩, ২০২২, ১২:৩১ এএম

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে সাকিব

ক্রিকেটের প্রাচীন ফরম্যাট টেস্টে অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার ওপরে কেবল একজনই আছেন ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

বুধবার আইসিসির প্রকাশ করা এমআরএফ টায়ারস আইসিসি মেন’স টেস্ট প্লেয়ার র‌্যাংকিং তালিকায় এ তথ্য জানা গেছে। ওই র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব। দলের ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ভূমিকা রেখে দুই ইনিংসেই ফিফটি (৫১ ও ৬৩) তুলে নেন এ তারকা অলরাউন্ডার। আর বল হাতে শিকার করেন এক উইকেট। 

১১৪ রান সংগ্রহের পাশাপাশি এক উইকেট শিকার করে আইসিসি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন আর ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলেছেন সাকিব।

শীর্ষে থাকা রবিন্দ্র জাদেজাকে পেছনে ফেলতে হলে শুক্রবার সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে প্রত্যাশার চেয়েও ভালো খেলতে হবে সাকিবকে। কারণ পয়েন্টে জাদেজা এখনও বেশ কিছুটা এগিয়ে। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৪৬, জাদেজার ৩৮৫। ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অশ্বিন, ৩২৯ পয়েন্ট নিয়ে চারে জেসন হোল্ডার, ৩০৭ পয়েন্ট নিয়ে পাঁচে বেন স্টোকস।

এদিকে, ব্যাটারদের তালিকায়ও সাকিবের উন্নতি হয়েছে। ১৪ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৩২তম স্থানে। তবে বাংলাদেশের মুশফিকুর রহিম ১ ধাপ পিছিয়ে ১৭তম স্থানে নেমে গেছেন। আর লিটন দাস আগের মতোই ১২তম স্থানে রয়েছেন।  অন্যদিকে ৭ ধাপ পিছিয়ে মুমিনুল হকের অবস্থান এখন ৭৩তম স্থানে। আর আগের মতোই শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট।  

বোলারদের তালিকায় এগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। অভিজ্ঞ ডানহাতি পেসার ৪ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন তিনি। ১ ধাপ করে পিছিয়েছেন নেইল ওয়াগনার (৯), ট্রেন্ট বোল্ট (১০), জশ হ্যাজেলউড (১১), মিচেল স্টার্ক (১২)। বাংলাদেশের বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়েছেন স্পিনার মেহেদি হাসান (৩০)। তবে দুই ধাপ পিছিয়েছেন আরেক স্পিনার নাঈম হাসান (৫৫)। 

প্রসঙ্গত, ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠেন সাকিব। এরপর থেকে শীর্ষে ছিল তারই রাজত্ব। কিন্তু ইনজুরি-নিষেধাজ্ঞা-ছুটি মিলিয়ে গত কয়েক বছরে টেস্ট কম খেলায় র‌্যাংকিংয়েও পেছনে পড়ে যান সাকিব। 

Link copied!