বিয়ের পিরিতে বসলেন দেশের দ্রুততম মানব মো. ইসমাইল। তার জীবনসঙ্গী অ্যাথলেট তামান্না রহমান। পারিবারিকভাবে গতকাল শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে তাদের মধ্যে আগে থেকে পরিচয় ছিল। প্রেম থেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।
রাতে রাজধানীর এক হোটেল পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন ইসমাইল। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অভিভাবকের মতো বিয়েতেও অভিভাবক (উকিল বাবা) হয়েছেন ইসমাইলের কোচ ফরিদ খান চৌধুরি।
সেখানে উপস্থিত ছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, অ্যাথলেটিকস কোচ কিতাব আলী, তারকা সাঁতারু মাহফিজুর রহমান সাগর সহ আরো অনেক। ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও কোচ ফরিদ খান চৌধুরীর শিষ্য ইসমাইল ও তামান্না উভয়ই।
২০২১ সালে ইসমাইল দ্রুততম মানব হয়েছিলেন। ইসমাইল ও তামান্না দুই জনই নৌবাহিনীতে কর্মরত। নৌবাহিনীর হয়ে জাতীয় অ্যাথলেটিকসে অংশগ্রহণ করেন তারা।
তামান্না বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠেছেন। ইসমাইল বিকেএসপির না হলেও জাতীয় অ্যাথলেটিকসে জাম্প ও স্প্রিন্ট দুটোতেই তিনি দাপট দেখিয়েছেন।