ডিপিএলের আগে চিকিৎসার জন্য ভারতে যাবেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০১:১৪ এএম

ডিপিএলের আগে চিকিৎসার জন্য ভারতে যাবেন মাশরাফি

ব্যাকপেইনের জন্য বিপিএলের শুরুতে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। একই কারণে শেষ দিকেও ছিটকে যান তিনি। এবার আসছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ৫০ ওভারের এই টুর্নামেন্টে মাশরাফিক দলে ভেড়ায় লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু মাশরাফি এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি। 

তাই ডিপিএল  শুরুর আগেই এই ব্যাকপেইনের চিকিৎসার জন্য ভারতে যাবেন মাশরাফি। বুধবার (২ মার্চ) শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে দল বদল করতে এসে ভারত যাওয়ার বিষয়টি জানিয়েছেন মাশরাফি। ৯ মার্চ তার ডাক্তার দেখানোর কথা রয়েছে। 

তার মতে চিকিৎসার পর আর কোনো সমস্যা হবে না। মাশরাফি বলেন, ‘আমার ব্যাক পেইন আছে একটু। চিকিৎসা করাতে যাচ্ছি। আশা করি সব ঠিক হলে ফিজিক্যালি আনফিটের ক্ষেত্রে ক্রিকেটীয় যে এক্টিভিটিজ বা অন্যান্য যেসব আছে আমি সেসব নিয়ে মাঝখানে ট্রেনিং করেছি। যথেষ্ট টুর্নামেন্ট ছিল না খেলার সুযোগ কম ছিল। বিপিএল ছিল, ঐ সময় ব্যাক পেইনটা পেয়েছি। ওটার ট্রিটমেন্টটা করার পর আশা করি সমস্যা হবে না।’

সবশেষ বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলেছেন মাশরাফি। কিন্তু চোটের কারণে ৪ ম্যাচের বেশি খেলতে পারেননি। মূলত পিঠের চোটেই ছিটকে যান বিপিএল থেকে। তাই এবার ডিপিএলে পূর্ণ ফিট হয়েই নামতে চান ওয়ানডের এই সফল অধিনায়ক।

এর আগে ২০২০ এর আসরে মাশরাফি খেলেছিলেন শেখ জামাল ধানমণ্ডির হয়ে। তবে ঐ মৌসুমে মাত্র এক ম্যাচ খেলার পরই করোনা হানা দেয়। এরপর গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্টটি আয়োজন করে সিসিডিএম। কিন্তু মাশরাফি তাতে অংশ নেননি।

আজ থেকে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের দলবদলের আনুষ্ঠানিক প্রক্রিয়া। আগামীকালও চলবে এটি। সরাসরি ও অনলাইন; দুই প্রক্রিয়াতেই ক্রিকেটাররা চুক্তি সারতে পারবেন। এই টুর্নামেন্ট মাঠে গড়াবে মার্চের ১৫ তারিখ থেকে। আগের দিন ১৪ মার্চ হবে ট্রফি উন্মোচন। এ ছাড়া প্রতিটি দল ১ জন বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে।

Link copied!