ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২১, ০৩:৩৯ পিএম

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ শেষে ব্যর্থতা কাটিয়ে উঠার জন্য একটি বিশ্রামের প্রয়োজন ছিল বাংলাদেশ দলের। তবে সে সুযোগ খুব একটা নেই। কদিন বাদেই ঘরের মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌছেছে পাকিস্তান দল। শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন পাকিস্তানি ক্রিকেটাররা। কোভিড-১৯ পরীক্ষার নমুনা দিয়ে তারা চলে যান হোটেল সোনারগাঁওয়ে। 

পাকিস্তান দল সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে আসায় আসায় তাদের থাকতে হবে না কোয়ারেন্টিনে। কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এলে রোববার থেকেই অনুশীলনে নামতে পারবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ১৬ নভেম্বর বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। কিন্তু গত বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর আগেভাগেই বাংলাদেশে চলে এল তারা। তবে অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক আসবেন ১৬ নভেম্বরেই।  

১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দু'দলের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।

Link copied!