লন্ডনের ওভালে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচটি শুরু হয়েছে। টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। ভারত সুবিধা করতে পারেনি। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৯১ রানে। জবাবে খুব একটা স্বস্তি আবার ইংল্যান্ড নেই। প্রথম দিন শেষে ৩ উইকেটে ৫৩ রান তুলেছে তারা। এখনও ১৩৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।
ইংল্যান্ডের ডেভিড মালান ২৬ ও ওভারটন ১ রানে অপরাজিত রয়েছেন। ররি বার্নস (৫) ও হাসিব হামিদকে (০) নিজের এক ওভারে ফেরত পাঠান জসপ্রিত বুমরাহ। ৬ রানে ২ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। জো রুটকে (২১) বোল্ড করেন উমেশ যাদব। ৫২ রানে ৩ উইকেট হারায় ইংলিশরা।
এর আগে ক্রিস ওকস ও অলি রবিনসনের তোপে টিকতে পারেনি ভারতীয় ব্যাটিং অর্ডার। স্বস্তির খবর বিরাট কোহলি ৫০ রানে আউট হয়েছেন। আর ৮ নম্বরে ব্যাট করতে নামা শারদুল ঠাকুর ৩৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে ভারতকে লড়াকু পুঁজি এনে দেওয়ার চেষ্টা করেন। ওকস ৪টি ও অলি ৩ উইকেট নিয়েছেন।
৫ টেস্টের সিরিজ। বর্তমানে ১-১ সমতায় রয়েছে।