জুলাই ৫, ২০২৩, ০১:৪৯ পিএম
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। বেশ আগেই থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন তামিম ইকবাল। যে কারণে গত মাসে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলেননি তিনি।
এখনও পুরোপুরি চোট মুক্ত নন এ ওপেনার। তারপরও আজ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলছেন তিনি। এদিকে বাংলাদেশ একাদশে ফিরেছেন আফিফ হোসেন।
চট্টগ্রামে গতকাল সাংবাদিকদের তামিম বলেন, ‘আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে আগের চেয়ে ভালো অবস্থাস্থ আছি। কিন্তু বলবো না, আমি শতভাগ ফিট আছি।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (আজ) খেলার জন্য আমি প্রস্তুত। আগামীকাল খেলার পর বুঝতে পারবো কি অবস্থা আছে, অবস্থার মূল্যায়ন করা যাবে। দেখতে হবে, কতটা মানিয়ে নিতে পারছি আর কতটা পারছি না। কিন্তু আমি এমন কিছু করবো না যাতে দল সমস্যায় পড়ে। আমি সবসময় বলি, যে কোন ব্যক্তির আগে দল।’
কোচ হাথুরুসিংহে বেশ অসন্তোষ প্রকাশ করেন। তিনি ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনকে জানান।
একাদশ : তামিম, লিটন, শান্ত, সাকিব, হৃদয়, মুশফিক, আফিফ, মিরাজ, তাসকিন, হাসান, মোস্তাফিজ।