তামিম ইকবাল এশিয়া কাপে খেলবেন কিনা সেটা দুদিনের মধ্যে জানা যাবে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি বিশেষ বার্তায় জানিয়েছে। তার পরিস্থিতি নিশ্চিত হয়ে এশিয়া কাপের প্রাথমিক দল দেয়া হবে।
বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তামিমের সঙ্গে সেখানে আছেন বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরি।
গতকাল থেকেই সেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তামিম। তাকে দুইদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর তার অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তামিমকে ইনজেকশন দেওয়া হচ্ছে। আর ইনজেকশনে কাজ না হলে অপারেশন করতে হবে। আর সেটা হলে এশিয়া কাপে তার খেলা হবে না।
৩১ জুলাই এশিয়া কাপের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তামিম ক্যাম্পের শুরুতে থাকতে পারছেন না এটা নিশ্চিত। এখন এশিয়া কাপের প্রাথমিক দল কবে দেবে সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু। আর সে দলে তামিম থাকবেন কিনা।