সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের এক ম্যাচ পর হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল। হুট করে নেয়া এই সিদ্ধান্তে সবাই ই আশ্চর্যান্বিত হয়ে পড়ে। চলতি সিরিজের তামিমের ছেড়ে যাওয়া ওপেনিং পজিশনে কাকে নেওয়া হবে এ নিয়েও শুরু হয় চিন্তা।
এই সিরিজে ওয়ানডে দলের ওপেনিং পজিশনে তামিমের জায়গায় ডাক পেয়েছেন আরেক ওপেনার রনি তালুকদার।
১৫ জনের স্কোয়াডে অধিনায়ক ছিলেন তামিম।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তামিম নিজেকে সরিয়ে নেওয়ায় রনিকে স্কোয়াডে নিয়েছেন তারা। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা রনি অবশ্য দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে ওয়ানডে অভিষেক হয় রনির। অভিষেক ম্যাচে ৪ রান করে আউট হওয়ার পর বাদ পড়ে যান তিনি।
৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষের কাছে ডিএলএস মেথডে বাংলাদেশ হেরে যায় ১৭ রানে।