তিন দিনেই হার দক্ষিণ আফ্রিকার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১১:৩৯ পিএম

তিন দিনেই হার দক্ষিণ আফ্রিকার

ম্যাট হেনরি ও টিম সাউদির পেস বোলিং তোপে তৃতীয় দিনেই নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্ট হারলো সফরকারী দক্ষিণ আফ্রিকা। ইনিংস ও ২৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে  প্রোটিয়ারা।

নিজেদের ক্রিকেট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটিই দ্বিতীয় বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার। পাশাপাশি  প্রোটিয়াদের বিপক্ষে এটিই বড় ব্যবধানে জয় নিউজিল্যান্ডের। আর গত দশ বছরে টেস্ট ক্রিকেট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটিই সবচেয়ে বড় জয়ের নজির।

ম্যাচে হেনরি ৯টি ও সাউদি ৬টি উইকেট নেন। তবে ম্যাচ সেরা হন হেনরি। ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত ৫৮ রান করেন তিনি। আর প্রথম ইনিংসে হেনরির ৭ উইকেট শিকারে ৯৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।  

ক্রাইস্টচার্চে প্রথম দিনই দক্ষিণ আফ্রিকা অলআউট হওয়ার  পর নিজেদের ইনিংসে ৪৮২ রানে করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৩৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৩৪ রান তুলে ম্যাচ থেকে  ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় দিন বাকী ৭ উইকেটে ৭৭ রানের বেশি যোগ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১১১ রানে অলআউট হয় প্রোটিয়ারা। আগের দিন ২ উইকেট নেয়া সাউদি, তৃতীয় দিন আরও ৩ উইকেট নেন। ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নেন সাউদি।  

Link copied!