দক্ষিণ আফ্রিকা টস জিতে ফিল্ডিং নিয়েছে

ক্রীড়া ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ১০:২৭ পিএম

দক্ষিণ আফ্রিকা টস জিতে ফিল্ডিং নিয়েছে

প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। বাংলাদেশ আগে ব্যাট করবে। তামিম ইকবাল চেয়েছিলেন আগে বোলিং করতে। সবাই জানে সেঞ্চুরিয়নে পরে ব্যাট করা সহজ।

দক্ষিণ আফ্রিকা দলে কুইন্টন ডি কক নেই। বাংলাদেশ তাদের সেরা দলকে নামিয়েছে।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪টি, হার ১৭টি। চারটি জয়ের প্রথমটি এসেছিলো ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত  ওয়ানডে বিশ্বকাপে। পরের দু’টি ২০১৫ সালে। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। আর সর্বশেষ জয়টি ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। যেটি হয়েছিলো ইংল্যান্ডে। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় নেই।

এবারের সফরের আগে মোট তিনবার দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন সিরিজে ৮টি ম্যাচের সবগুলোতে হারে টাইগাররা। এছাড়া ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের এক ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটিও হারে টাইগাররা। ঘরের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট ৯ ম্যাচ খেলে সবগুলো হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম, লিটন, সাকিব, মুশফিক (উইকেটরক্ষক), ইয়াসির, মাহমুদউল্লাহ, আফিফ, মিরাজ, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ। 

দক্ষিণ আফ্রিকা : ভেরিয়েন্নে, মালান, বাভুমা, মার্করাম, ডুসেন, মিলার, ফেলকোয়োয়ো, প্রিটোরিয়াস, রাবাদা, জেনসেন, লুঙ্গি। 

Link copied!