দাবার মঞ্চে ভারতের ক্রিকেট তারকা চাহাল

স্পোর্টস ডেস্ক

জুন ২৭, ২০২৩, ০১:১০ পিএম

দাবার মঞ্চে ভারতের ক্রিকেট তারকা চাহাল

 

দুবাই স্পোর্টস কাউন্সিলের সহযোগিতায় চলছে গ্লোবাল চেজ লিগ। বিশ্বের প্রথম ফ্রাঞ্চাইজি লিগে এসজি আলপিন ওয়ারিয়র্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।

টুর্নামেন্ট দেখতে গিয়ে এই ক্রিকেটার বলেন, ক্রিকেটে তাকে ভালো খেলতে সহযোগিতা করেছে দাবা। ২১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

যুজবেন্দ্র চাহাল বলেন, ‍‍`আমার প্রথম ভারতীয় জার্সি এসেছিল দাবার মাধ্যমে। এই খেলা আমাকে ধৈর্য্য ধরতে শিখিয়েছে। এছাড়াও আমার ক্রিকেটে উন্নতিতেও দাবা ভূমিকা রেখেছে।‍‍`

ক্রিকেট খেলায় কীভাবে দাবা ভূমিকা রেখেছে, সেটা জানিয়ে চাহালের ভাষ্য, ‍‍`আপনি বল করে উইকেট পেতে পারেন। তবে উইকেট পাওয়ার ধৈর্য্যটা থাকতে হবে। সেটাই আমাকে শিখিয়েছে দাবা।‍‍`

ক্রিকেটের সঙ্গে দাবার মিল আছে জানিয়ে চাহাল বলেন, ‍‍`ক্রিকেট আর দাবা প্রায় একই। ক্রিকেটে আপনি সতীর্থদের পরামর্শ নিতে পারেন। তবে দাবায় সেটা পারবেন না। দাবা ঠান্ডা মাথার খেলা। এটা প্রমাণ করে। আপনি কতটুকু ঠান্ডা থাকতে পারছেন এর উপর। এখানে অবশ্যই শান্ত ও লক্ষ্য ঠিক রাখতে হবে।‍‍`

ভারতীয় ক্রিকেট দল থেকে অবসরের পর দাবা নিয়ে মনোযোগী হতে চান চাহাল। তার আশা দাবা আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে হওয়া মানুষ এর সম্পর্কে আরও বেশি জানতে পারবে।

Link copied!