ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ কোয়ালিফায়ার ১ এর লড়াই। যারা পয়েন্ট টেবিলে ১ ও ২ নম্বর পজিশন দখল করেছেন। তারা ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবেন। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে। আর হেরে গেলে তৃতীয় ও চতুর্থস্থান অর্জনকারী এলিমিনেটরের (বেঙ্গালুরু-কলকাতা আগামীকাল) জয়ী দলের সঙ্গে খেলবে। দিল্লি শীর্ষে ছিল। আজ ঋশভ পান্টের দিল্লি ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের। এই খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। জিটিভি সরাসরি সম্প্রচার করবে।
গ্রুপ পর্বের সেরা দল দিল্লি। ২০ পয়েন্ট পেয়ে এক নম্বরে শেষ করেছেন পান্টরা। পয়েন্ট তালিকায় দু’নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস অবশ্য আচমকা ফর্ম হারিয়েছে। শেষ তিনটি ম্যাচেই হেরেছেন ধোনিরা। পরাজয়ের হ্যাটট্রিকের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া তারা। অবশ্য ফর্মের বিচারে এগিয়ে দিল্লি ক্যাপিটালসই। চলতি প্রতিযোগিতাতে দু’বারের মুখোমুখি সাক্ষাতে সিএসকে’কে বশ মানিয়েছেন পান্টের দল।
এমনকী, ধোনিদের বিরুদ্ধে তার আগের দু’টি মোকাবিলাতেও শেষ হাসি হেসেছিল দিল্লি। গতবার ফাইনালে উঠেও খেতাব জিততে না পারার আক্ষেপ এবার আরও আগ্রাসী করে তুলেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটিকে।প্রথমবার ট্রফি জয়ের মহাসংকল্প সামনে রেখে এগিয়ে চলেছে পান্ট-ব্রিগেড। অন্যদিকে, চেন্নাই আবার তিনবারের চ্যাম্পিয়ন। আসল সময়ে নিজেদের মেলে ধরার ব্যাপারে হলুদ জার্সিধারীদের জুড়ি নেই। আটবার ফাইনালে উঠেছে তারা। প্লে-অফে অতীতে দিল্লিকেও হারিয়েছে।