দ্বিতীয় সেশনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে কিগান পিটারসেনের রানআউটটি। পয়েন্টে খেলে রান নিতে চেয়েছিলেন পিটারসেন এবং টেম্বা বাভুমা। পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার মিরাজ বিদ্যুৎ গতিতে বল থামিয়ে সেটা থ্রো করেন উইকেটকিপার প্রান্তে। বল সোজা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।
প্রথমে আম্পায়ার আউট দেননি। টিভি আম্পায়ার কল করেন। রিপ্লেতে দেখা গেলো ব্যাটার পৌঁছার আগেই স্ট্যাম্প ভেঙেছে। ৩৬ বলে ১৯ রান করে আউট হয়ে গেলেন কিগান পিটারসেন।
দক্ষিণ আফ্রিকা ব্যাট করছে এখন। ৪ উইকেটে ২০৩ রান সংগ্রহ করেছে দলটি। টস জিতে ব্যাট নিয়েছিল তারা। বাভুমা ৩৯ ও কাইল ভেরেন্নে ১১ রানে খেলছেন।
এলগার ৬৭, সারেল ৪১ ও রায়ান ২১ রান করেন। এবাদত, মিরাজ ও খালেদ ১টি করে উইকেট নেন।