জুলাই ৩১, ২০২১, ০৬:১২ এএম
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এতো টাকা ব্যয়ে কোনো সিরিজ আজ অবধি হয়নি। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসেছে ২৯ জুলাই। ৮ আগস্ট অবধি চলবে সিরিজ। ৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ৩ আগস্ট প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়া ১৩ দিন বাংলাদেশে থাকবে। তারা ঢাকার বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠেছে। ওই হোটেলে বাংলাদেশ দলও রয়েছে। এছাড়া আর কোনো গেস্ট এই হোটেলে নেই। একটি সম্ভাব্য হিসাব করা যেতে পারে। সেখানে বিশাল অঙ্কের ব্যয় হচ্ছে ধারণা করা যায়।
বাংলাদেশ - অস্ট্রেলিয়ার ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশে কোয়ারাইন্টাইনসহ ১৩ দিন থাকতে হবে অজিদের। এই ১৩ দিনে দুই দলের খাবার খরচ প্রায় ৪ কোটি টাকা। ১৩ দিনে হোটেল খরচ ২.৫ কোটি টাকা। করোনা টেস্ট হবে প্রায় ১৫০০ বার ( স্টাফসহ সবার) সেখানে খরচ হবে ৪০ লাখ টাকা।
আরও একটি অবাক করা বিষয় হলো দুই দল একই হোটেলে থাকার পরেও হোটেলে থাকা জিম ব্যবহার করতে পারবে না কোনো টাইগার ক্রিকেটার। তবে সুইমিং পুল ব্যবহার করতে পারবেন একক ভাবে টাইগাররা, তাও অজিরা সেটা ব্যবহারে ইচ্ছুক না সে জন্য।
অবশ্য বিশেষ বিমানে করে এসেছে অস্ট্রেলিয়া। সেটার খরচ তারাই বহন করছে অবশ্য। আর তা না হলে খরচ আরো বেড়ে যেতে পারতো।