বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখালেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। তামিমের ঝুলিতে ছিল ৪৯৮১ রান। গতকাল অ্যান্টিগায় নেমে এই কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার। অবশ্য ১৯ রান দরকার ছিল। তিনি ২৯ করে আউট হন।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। ৮২ টেস্টে ৫২৩৫ রান আছে মুশির (গতকালের আগে)।