মোহাম্মদ নাইম শেখ (৫১ বলে ৬৬*) ও সৌম্য সরকারের (৫০) দারুণ ব্যাটিংয়ে ভর করে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে ৮ উইকেটে তারা জিম্বাবুয়েকে হারায়। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়েছে বাংলাদেশ।
১৫৩ রানের টার্গেট ছিল। তাড়া করা কঠিন ছিল না। এজন্য শান্তভাবে খেলতে থাকেন ওপেনিংয়ে ব্যাট করতে নামা সৌম্য ও নাইম। ১০২ রানের ওপেনিং জুটি দুজনের। সৌম্য ৫০ রান করে রান আউট হন। ৪৫ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা রয়েছে।
মাহমুদউল্লাহও ১৫ রানে রান আউট হন। পরে নুরুল হাসান সোহান (১৬) ও নাইম ম্যাচ জিতে বেড়িয়ে আসেন। ১৮.৫ ওভারে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি ইতিহাসে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচটি খেললো। সব মিলিয়ে ৩৩তম জয়। আর জিম্বাবুয়ের বিপক্ষে দশম বিজয় এটি। জিম্বাবুয়ের সঙ্গে মোট ম্যাচ বাংলাদেশ খেলেছে ১৪টি। শেষ ৫টিতে ম্যাচেই জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। তেমন প্রতিযোগিতা নেই ম্যাচে।
আগামীকাল শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বিকাল ৪টা ৩০ মিনিটে এই মাঠেই শুরু হবে।
এর আগে বাংলাদেশকে জয়ের জন্য ১৫৩ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ব্যাট করার সিদ্ধান্ত নেন। লড়াই ভালই করেছে তারা। কিন্তু নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারানোয় আরো বড় স্কোর হয়নি। ১৯ ওভারে ১৫২ রানে অলআউট জিম্বাবুয়ে।
মাধেভিরে (২৩), চাকাভা (২২ বলে ৪৩ রান), ডিয়ন মায়ার্স (৩৫) ও জঙ্গির নৈপুণ্যে জিম্বাবুয়ে লড়াকু একটি স্কোর করেছে। অধিনায়ক সিকান্দার রাজা ডাক মেরেছেন।
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান সবচেয়ে সফল। ৩১ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ২টি করে উইকেট সাইফউদ্দিন ও শরীফুল ইসলামের। এছাড়া সাকিব ও সৌম্য ১টি করে উইকেট পেয়েছেন।