নাটকীয়তা শেষে ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

মার্চ ৪, ২০২১, ১০:০৫ এএম

নাটকীয়তা শেষে ফাইনালে বার্সেলোনা

ন্যু ক্যাম্পে রূপকথার মত ঘুরে দাঁড়াল বার্সেলোনা। গতকাল কোপা ডেল রের সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় লেগে বার্সেলোনা ৩-০ গোলে হারায় সেভিয়াকে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দলটি। 

সেভিয়া প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল। বার্সেলোনাকে গোল হজম না করে ৩ গোল করতে হতো। প্রথম থেকেই বার্সেলোনা আক্রমণ করে খেলতে থাকে। ১২ মিনিটে উসমান ডেম্বেলে গোল করে এগিয়ে দেন বার্সেলোনাকে। এরপর আর গোল হচ্ছে না। বার্সেলোনা বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেছে এমন ভাব। তখনও ২-১ গোলে পিছিয়ে মেসিরা (দুই লেগ মিলিয়ে)। এসময় সেভিয়ার ফার্নান্দো লাল কার্ড নিয়ে বের হয়ে যান (৯০+২ মিনিট)। এর দুই মিনিট পর (৯০+৪) পিকে বার্সেলোনার হয়ে গোল করেন। বার্সেলোনা ২ ও সেভিয়ার স্কোরলাইন তখন ০। দুই লেগ মিলিয়ে ২-২ হয়ে যাওয়ায় অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। মার্টিন ব্রাথওয়েট বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন অতিরিক্ত সময়ের ৫ মিনিটে (৯৫)। বার্সেলোনার লিড হয়ে যায় ৩-২ গোলের । অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে (১০৩) সেভিয়ার লুক ডি ইয়ং লাল কার্ড দেখলে ৯ জনের দল হয়ে যায় তারা। সেভিয়া আর পেরে ওঠেনি। ফলে বার্সেলোনা ফাইনাল নিশ্চিত করে। স্টেগানের কৃতিত্বও কম নয় এই ম্যাচে। সেভিয়া পেনাল্টি পেয়েছিল। সেটাও রুখে দিয়েছেন। 

ফাইনালে বার্সেলোনা খেলবে লেভান্তে নয়তো অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি রয়েছে।      

Link copied!