নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পরীক্ষা হবে নুরুল হাসান সোহান ও মুশফিকুর রহিমের। দুজনের যে ভালো করবেন তিনি শেষ ম্যাচে কিপিংয়ের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৩০ আগস্ট) সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান প্রধান কোচ। তিনি বলেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান, পরের দুই ম্যাচে মুশফিকুর রহিম। ওই ম্যাচগুলিতে দুজনের পারফরম্যান্স পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচের কিপার।'
বাংলাদেশ দলের অবধারিত উইকেটরক্ষক হিসেবে মুশফিক ছিলেন। কিন্তু সোহান সর্বশেষ দুই সিরিজে ভালো করায় মুশফিককেও পরীক্ষায় যেতে হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ, শেষ হবে ১০ সেপ্টেম্বর।