নিজের প্রিয় স্কুলে ছুটে গেলেন ফুটবলার কৃষ্ণা, শিক্ষার্থীদের দিলেন অটোগ্রাফ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০১:২৭ এএম

নিজের প্রিয় স্কুলে ছুটে গেলেন ফুটবলার কৃষ্ণা, শিক্ষার্থীদের দিলেন অটোগ্রাফ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর বাংলাদেশ দলের ফুটবলারদের দেওয়া হচ্ছে সংবর্ধনা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুরের মেয়ে ফাইনালে জোড়া গোলদাতা কৃষ্ণা রানী সরকারকেও স্থানীয়ভাবে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষ্ণা বৃহস্পতিবার তাঁর নিজ স্কুল সুতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে তার সহপাঠী ও স্কুলের শিক্ষার্থী-শিক্ষকরা তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছেন। কৃষ্ণা এখন তাঁর গ্রামের বাড়ি উপজেলার পাথালিয়া গ্রামে অবস্থান করছেন।

বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণা ঢাকা থেকে গোপালপুরে এসে পৌঁছান। তিনি প্রথমেই তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান সুতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যান। স্কুলে পৌছালে স্কুলের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। কৃষ্ণাকে কাছে পেয়ে স্কুলের শিক্ষার্থীরা অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় জমায়। কৃষ্ণা এ সময় একটি ফুটবল নিয়ে তাঁর প্রিয় মাঠটিতে নেমে পড়েন। এ সময় তাঁকে সঙ্গ দেন স্কুলের শিক্ষার্থীরা।

কৃষ্ণার আসার খবর পেয়ে তাঁর গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা। কৃষ্ণাকে একনজর দেখার জন্য তাঁর গ্রামসহ আশেপাশের মানুষের উপচে পড়া ভিড় জমেছে। গ্রামবাসীরা তাঁকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শনিবার (১ অক্টোবর) কৃষ্ণাকে নাগরিক সংবর্ধনা দেবে গোপালপুর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণাসহ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোপালপুরের কৃতি সন্তান গোলাম রাব্বানী ছোটন ও কৃষ্ণা রানী সরকারের কারিগর স্কুল শিক্ষক গোলাম রায়হান বাপনকে সংবর্ধনা প্রদান করা হবে।

Link copied!