জুন ৫, ২০২৩, ০৯:৪৪ পিএম
আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার সংবাদমাধ্যমে প্রতিক্রিয়ায় দিপু বলেন, ‘স্কিল তো ভালো, সবাই বলে। তবে আমি মনে করি মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া দরকার এখানে (আন্তর্জাতিক ক্রিকেটে) খেলার জন্য। ‘আমি পর্যায়ক্রমে নিজের স্কিল আরও উন্নত করার চেষ্টা করব। মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। এসব কাজে যত উন্নতি করব, আমার জন্য খেলাটা আরও সহজ হবে আমি মনে করি’ -আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য দিপু নিজের মানসিক শক্তি বাড়ানোর কথা বলছিলেন এভাবে।
উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচে দিপু ২টি ফিফটি করেন। এক ইনিংসে অপরজিত ছিলেন ২০ রানে। টেস্ট ম্যাচ খেলতে যে মানসিকতা, যেমন ধৈর্য্য প্রয়োজন তার সবটুকুই দেখিয়েছেন।