নেইমারবিহীন ব্রাজিলের দুরন্ত জয়, ড্র করেছে আর্জেন্টিনা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২১, ০৯:১৬ এএম

নেইমারবিহীন ব্রাজিলের দুরন্ত জয়, ড্র করেছে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা ভিন্ন ম্যাচে ভিন্ন ফল করেছে। লিওনেল মেসির আর্জেন্টিনা গোলশূন্য ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে। অন্যদিকে নেইমারবিহীন ব্রাজিল ৩-১ গোলে হারায় ভেনেজুয়েলাকে। 

ব্রাজিল ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্জেন্টিনা। এই দক্ষিণ আফ্রিকা অঞ্চলে ১০টি দল। একেকটি দল ১৮টি করে ম্যাচ খেলবে। কেবল অর্ধেক পথ পাড়ি দিয়েছে এই অঞ্চল। এর মধ্যে সেরা সেরা ৪টি দল সরাসরি কাতার বিশ্বকাপের মূল পর্বে যাবে। আর পঞ্চমস্থান অধিকার করা দল প্লে অফ খেলবে এশিয়ার কোনো কোয়ালিফায়ারের সঙ্গে। 

লিওনেল মেসি গোলের সুযোগ পেয়েছেন। সফল হননি। দিনটি তার ছিল না। ডি মারিয়া সহজ সুযোগ হাতছাড়া করেছেন। অন্যদিকে ব্রাজিল নেইমারকে ছাড়া খেলতে নেমেছিল। অবশ্য এতে কোনো সমস্যা হয়নি। ব্রাজিলের হয়ে গোল তিনটি করেছেন মারকুইনহস, বারবোসা ও অ্যান্তোনি। 

Link copied!