নেইমারের ছন্দে শুভ সূচনা ব্রাজিলের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২১, ১০:৪৫ এএম

নেইমারের ছন্দে শুভ সূচনা ব্রাজিলের

শঙ্কার কালো মেঘ সরিয়ে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার ‘বিশ্বকাপ’ খ্যাত কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। আর ব্রাসিলিয়ায় এস্তাদিও ন্যাসিওনাল মানে গারিঞ্চাতে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেছেন নেইমার। এছাড়া মারকুইনহসের প্রথম গোলটিতেও তার অবদান। কর্ণার নিয়েছিলেন নেইমার। মারকুইনহস বক্সে বল সংগ্রহ করে গোল করেন। 

আজ লিওনেল মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকা মিশন শুরু করবে। বাংলাদেশ সময় রাত ৩টায় (মঙ্গলবার) চিলির সঙ্গে খেলা। মেসিরা ব্রাজিলে এসে পৌঁছেছেন। তবে চিলির দুঃসংবাদ অ্যালেক্সিস সানচেজ এই ম্যাচে খেলতে পারছে না। 

ব্রাজিলের নেইমারময় জয় বললেও ভুল হবে না। ম্যাচে ২৩ মিনিটে তার করা কর্ণার থেকে গোল করেন মারকুইনহস। প্রথমার্ধ শেষে এই ফলই ছিল। ৬৪ মিনিটে পেনাল্টি পান নেইমার। সেটাকে গোলে পরিণত করেন। ৮৯ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসাকে গোল করান। দারুণ জয়ে কোপা আমেরিকা শুরু হয়েছে ব্রাজিলের। 

Link copied!