নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুতে চাপের মধ্যে পড়েছিল। টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ৯ ওভারে রানরেট ছিল ছয়েরও নিচে। এরপর আস্তে আস্তে হাত খুলতে থাকে ভারতীয় ক্রিকেটারদের। শেষ ৫ ওভারে দুর্দান্ত খেলা দিয়েছে ভারত। শেষ ৫ ওভারে ভারত তোলে ৬৫ রান।
শেষ বলে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন সূর্য। তার আগে হাফসেঞ্চুরির কোটা ছুঁয়েছেন রোহিত শর্মা আর বিরাট কোহলিও। এই তিন ফিফটিতে ভর করে ভারত গড়েছে ২ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে বেশ নিয়ন্ত্রিত বোলিংই করছিলেন ডাচ বোলাররা। তৃতীয় ওভারে দলের বোর্ডে মাত্র ১১ রান উঠতেই সাজঘরের পথ ধরেন লোকেশ রাহুল (১২ বলে ৯)।
বারকয়েক জীবন পান রোহিত শর্মাও। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি তুলে নেন হাফসেঞ্চুরি। ৩৯ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় রোহিত আউট হন ৫৩ করে।
এরপর কোহলি আর সূর্যের ৮ ওভারের জুটি। অবিচ্ছিন্ন এই জুটিতে ৯৫ রান যোগ করেন এই যুগল। কোহলি ৪৪ বলে ৩ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে। ২৫ সূর্যর ৫১ রানের হার না মানা ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মার।