পদক ধরে রাখলেন পিটি

ক্রীড়া ডেস্ক

জুলাই ২৭, ২০২১, ০৩:৫৪ এএম

পদক ধরে রাখলেন পিটি

সুইমিংপুলে ঝড় তুলে প্রতিশ্রুতি পূরণ করে দেখালেন অ্যাডাম পিটি। ধরে রাখলেন অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের মুকুট। গ্রেট ব্রিটেনকে উপহার দিলেন এবারের আসরে প্রথম সোনা। টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে সোমবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৫৭ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন পিটি। ২০১৬ সালে রিওডি জেনিরো অলিম্পিকে এই ইভেন্টে বাজিমাত করেছিলেন এই তারকা সাঁতারু। প্রথম ব্রিটিশ সাঁতারু হিসেবে অলিম্পিকের কোনো ইভেন্টের শ্রেষ্ঠত্ব ধরে রাখার অনন্য কৃতিত্বও গড়লেন তিনি।  

বিশ্বরেকর্ড, অলিম্পিক রেকর্ডÑ দুটিই তার দখলে। প্রত্যাশার চাপ ছিল। তাতে ভালোভাবেই উতরে গেলেন অ্যাডাম পিটি। ব্রিটিশ সাঁতারু ১০০ মিটার ব্যাকস্ট্রোকে জিতে নিয়েছেন সোনা।

টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৭.৩৭ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন পিটি। গ্রেট ব্রিটেনের প্রথম সাঁতারু হিসেবে এ ইভেন্টের সোনার মুকুট ধরে রাখার কীর্তি গড়েছেন তাতে।

 

Link copied!