পর্তুগালের তারকাখচিত ইউরোর দল

ক্রীড়া ডেস্ক

মে ২১, ২০২১, ০৮:২৭ এএম

পর্তুগালের তারকাখচিত ইউরোর দল

ইউরো চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল দল ঘোষণা করেছে। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও দলটি তারকাতে ভরপুর। প্রায় প্রতিটি খেলোয়াড়ই বড় ক্লাবে খেলেন। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। ১৫ জুন ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ হাঙ্গেরি। 

২০১৬ সালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। ২০২০ সালে করোনা মহামারীতে আসরটি হয়নি। তবে এ বছর করোনা কমে না গেলেও আসর হচ্ছে। পর্তুগালের গ্রুপটি বেশ কঠিন। এই গ্রুপে হাঙ্গেরি ছাড়া রয়েছে ফ্রান্স ও জার্মানি। এই গ্রুপকে মৃত্যুকুপও বলা হচ্ছে। 

ক্রিস্টিয়ানো রোনালদো ২০২২ বিশ্বকাপেও খেলবেন। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে দুটি বড় আসর। গত ইউরোর ফাইনালে ইনজুরি নিয়ে বের হয়ে গিয়েছিলেন ফাইনালে। এডার গোল করেছিলেন।

জোয়াও ফেলিক্স খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদে। তারা এবারের লা লিগা জেতার পথে। রুবেন ডিয়াজ ও বার্নাডো সিলভা ম্যানচেস্টার সিটিতে খেলছেন। ডিয়াজ আবার লেখকদের চোখে বর্ষসেরা হয়েছেন। সিটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। ব্রুনো ফার্নান্দেজের ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে ইউরোপা লিগের ফাইনালে। ডিয়েগো জোটা লিভারপুলে খেলছেন। রোনালদোর সাথে তিনি ফরোয়ার্ড লাইনে খেলবেন। সব মিলিয়ে ইউরো ধরে রাখার মত দল পর্তুগালের। 

পর্তুগালের ইউরো চ্যাম্পিয়নশিপের দল 

গোলকিপার : রুই প্যাট্রিসিও, অ্যান্থনি লোপেজ, রুই সিলভা।

ডিফেন্ডার : রাফায়েল পেরেরা, নুনো মেন্ডেজ, জোয়াও ক্যানসেলো, পেপে, জোসে ফন্ট, রুবেন ডিয়াজ, নেলসন সেমেদো।

মিডফিল্ডার : জোয়াও মোটিনহো, পেরেইরা, ব্রুনো ফার্নান্দেজ, বার্নাডো সিলভা, রুবেন নেভেস, রেনাটা সানচেজ, জোয়াও পালিনহো, সার্জিও অলিভিয়েরা, কার্ভালহো।

ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো, আন্দ্রে সিলভা, জোয়াও ফেলিক্স, দিয়েগো জোটা, পেদ্রো গনসালভেস, গনসালো গেদেস, রাফা। 

 

 

Link copied!