পাকিস্তান না অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ০২:৫৬ এএম

পাকিস্তান না অস্ট্রেলিয়া

 

টেস্ট সিরিজ শেষে এবার ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলতে নামছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ জয়ে উজ্জীবিত অসিরা ওয়ানডেতেও জ¦লে উঠতে চায় । অন্য দিকে  টেস্ট সিরিজ হারের ক্ষত ওয়ানডের সাফল্য দিয়ে মুছে দিতে  মুখিয়ে আছে পাকিস্তান। 

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ লাহোরে বিকেল ৪টায় মুখোমুখি হবে  ল পাকিস্তান-অস্ট্রেলিয়া। সনি সিক্স ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো অস্ট্রেলিয়া। ঐ সফরে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিলো অসিরা। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। এরপর নিরাপত্তার কারনে পাকিস্তান সফর করেনি অসিরা। 

অবশেষে ২৪ বছর পাকিস্তান সফরে এসে ইতোমধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ  ১-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্ট ড্র’র পর শেষ টেস্ট ১১৫ রানের ব্যবধানে জিতে প্যাট কামিন্সের দল।

Link copied!