পাকিস্তান সফর করার সিদ্ধান্ত নিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে বাকি সব দল যখন পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বা না যাওয়ার অজুহাত খুঁজছে, তখন ওয়েস্ট ইন্ডিজ হাঁটল ভিন্ন পথে। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা আর নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ খেলবে না।
ডিসেম্বরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরে আসার কথা। দ্বীপপুঞ্জটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেই সফরের প্রতিশ্রুতি রক্ষা করার সর্বাত্মক পরিকল্পনাই করছে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে। আবার অস্ট্রেলিয়া সফরও অনিশ্চিত রয়েছে। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করার কথা বলেছে। এর আগে ক্রিস গেইল টুইটারে লিখেছিলেন,‘ আমি পাকিস্তান সফরে যাবো।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এর প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন, ২০১৮ সালে যে নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে পাকিস্তান সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ও মহিলা দল, এবারো সেই প্রক্রিয়া অনুসরণ করেই পুরুষ দল পাকিস্তান সফরে যাবে। ত্রিনিদাদ নিউজকে গ্রেভ জানিয়েছেন,আমাদের সফরের প্রতিশ্রুতি রক্ষা করাই এখন আমাদের লক্ষ্য। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাধারণতঃ নিরাপত্তা বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে থাকি; ২০১৮ তে যেমনটি করেছিলাম। এবারো আমাদের খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশন দেশটির নিরাপত্তা প্রতিবেদন ও সে সম্পর্কে বিশেষজ্ঞ মতামত যাচাই করবেন এরপর আমরা সে দেশে যাবো।