পাকিস্তানের কাছে ভারতের হারে কাশ্মীরী শিক্ষার্থীদের মারধর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৩:৩১ পিএম

পাকিস্তানের কাছে ভারতের হারে কাশ্মীরী শিক্ষার্থীদের মারধর

টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত হেরে যাওয়ার পর ভারতের একটি কলেজের বেশ কয়েকজন কাশ্মীরী শিক্ষার্থীর ওপর অপর শিক্ষার্থীদের হামলা চালানোর ঘটনা ঘটেছে।

রবিবার (২৪ অক্টোবর) দেশটির পাঞ্জাব রাজ্যের সাঙ্গারুর জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়।

এনডিটিভির খবরে বলা হয়,  রবিবার অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভারত হেরে যাওয়ার পর পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় ভাই গুরুদাস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বেশ কয়েকজন উত্তেজিত শিক্ষার্থী কাশ্মীরী  শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার খবর শুনে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পাঞ্জাব পুলিশের একটি দল।

হামলা চালানোর পর ওই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী  সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও পোস্ট করে। ওই শিক্ষার্থীদের পোষ্ট করা ভিডিওতে কাশ্মীরী শিক্ষার্থীদের রুমের ভেঙ্গে যাওয়া চেয়ার টেবিল ও বিছানা এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ওই ভিডিওতে কিছু শিক্ষার্থীকে স্ট্যাম্প নিয়ে উগ্র মিছিল করতে দেখা গেছে। হামলার শিকার এক কাশ্মীরী শিক্ষার্থী এনডিটিভিকে বলেন, ‘রবিবার (২৪ অক্টোবর) আমরা এখানে সবাই মিলে খেলা দেখছিলাম।  খেলায় ভারত হেরে যাওয়ার পর আমাদের তারা পিটিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ওই শিক্ষার্থী আরও বলেন, ‘ আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। আমরাও ভারতীয়। আপনারা দেখুন আমাদের সঙ্গে কি করা হয়েছে। আমরা কি ভারতীয় নই? মোদি এই বিষয়ে কি উত্তর দেবেন?

হামলা নিয়ে কোনো মামলা বা অভিযোগ দায়ের না হলেও যেসব শিক্ষার্থী হামলা চালিয়েছে তারা সোমবার(২৫ অক্টোবর) সকালে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়।

Link copied!