চেন্নাই সুপার কিংস কাল হায়দরাবাদ কে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে। দিল্লি ও প্রায় নিশ্চিত। এবার বাকি তিনটি দল কারা সেটাই দেখতে হবে। বিরাট কোহলির নেতৃত্বাধী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে। এখন লড়াইটা মূলত চতুর্থ স্থান ঘিরে। যেখানে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে চলছে কড়া টক্কর।
আজ কলকাতা-পাঞ্জাব ম্যাচটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভমান গিল, ভেঙ্কটেশ আয়াররা যদি সাফল্য ধরে রাখতে পারেন, তাহলে প্লে-অফে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে নাইট ব্রিগেডের। আর সেটা নিঃসন্দেহে হবে ‘বড় চমক’। কারণ, চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে শুরুতে কেউ পাত্তাই দেয়নি কেকেআরকে। কিন্তু সাত নম্বর থেকে ধাপে ধাপে উপরের দিকে উঠে এসেছে মরগ্যান বাহিনী। এখনও অবধি চারটির মধ্যে জিতেছে তিনটিতে। শুক্রবারের ম্যাচটি বাদ দিলে নাইটদের হাতে থাকবে আরও দু’টি খেলা।
রবিবার মরগ্যানদের প্রতিপক্ষ সানরাইজার্স, যারা রয়েছে একেবারে তলানিতে। আর লিগ পর্বের শেষ ম্যাচে কেকেআর মুখোমুখি হবে রাজস্থানের। তাদের অবস্থাও খুব একটা ভালো নয়। তাই সাম্প্রতিক ফর্ম ও প্রতিপক্ষ দলের পারফরম্যান্সের নিরিখে আশা করাই যে, নাইটরা এবার প্লে-অফের টিকিট পাবে। কিন্তু না আঁচালে তো বিশ্বাস নেই। খেলাটা যে ক্রিকেট। তার উপর টি-টোয়েন্টি ফরম্যাট। তাই পথের কাঁটা পাঞ্জাবকে হারাতে গেলে দলগত সংহতির উপরই জোর দিতে হবে শাহরুখ খানের দলকে।
এদিকে সাকিব আল হাসান সংযুক্ত আরব আমিরাত পর্বে এখনো সুযোগ পাননি । তিনি আজ খেলবেন কিনা সে প্রশ্ন আবারো থাকছেই।